জোত সাতনালা মডেল স্কুল মাঠে মডেল মানব কল্যাণ সংঘ এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
মোঃ আবু সাঈদ
চিরিরবন্দর প্রতিনিধি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২৮ শে ফেব্রুয়ারি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলা জোত সাতনালা মডেল স্কুল মাঠে মডেল মানব কল্যাণ সংঘ (একটি স্বেচ্ছাসেবী সংগঠন) এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
২৮ শে ফেব্রুয়ারি রবিবার সাতনালা ইউনিয়ন এর মডেল স্কুল মাঠে অবস্থিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করেন জনাব নূর মোহাম্মদ, ইউপি সদস্য, ৮নং ওয়ার্ড, ২নং সাতনালা ইউনিয়ন পরিষদ। এই কর্মসূচিতে বিনা মূল্যে ১৮০ জন রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প এ রোগীদের বিনা মূল্যে রক্ত পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা সহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
উক্ত মেডিকেল ক্যাম্প এ চিকিৎসা সেবা প্রদান করেন
ডাঃ মোঃ লুৎফর রহমান
(ডি. এম. এফ, পি. ডি.টি. মেডিসিন পডিয়াট্রিক)।
এ সময় সংগঠনের প্রধান সমন্বয়ক, সহ. সমন্বয়ক সহ সকল সদস্য এবং উপদেষ্টা মন্ডলির সদস্যগণ উপস্থিত ছিলেন।


